বিদ্যালয়টি কুশিয়ারার পাড়ে অবস্থিত।
বিদ্যালয়টি ১৯৫৫ ইং সনে জুনিয়র হিসাবে প্রতিষ্টিত হয়ে ১৯৬৮ ইং সনে আল এমদাদ উচ্চ বিদ্যালয় হিসাবে আত্ম প্রকাশ করে। ১৯৯৫ ইং সনে স্কুল ো কলেজ হিসাবে প্রতিষ্টা লাভ করে। ২০১৪ ইং সনে পুনরায় আল এমদাদ উচ্চ বিদ্যালয় হিসাবে উন্নীত হয়।
জনাব মো: মঞ্জুর আহমদ- সভাপতি।
জনাব মস্তাব উদ্দিন- সদস্য।
জনাব শফিক উদ্দিন-- সদস্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস